ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না আমরা বলে থাকি চীনা জাতি, আসলে চীনা শব্দ দ্বারা বোঝায় সিটিজেনশিপ. চীনের সকল নাগরিকদেরই বলা হয় চীনা. এটা কোন জাতি-গোষ্ঠী বা ন্যাশনালিটির নাম নয়. চীনে সরকারিভাবে স্বীকৃত ৫৬ টি ন্যাশনালিটি আছে এর মধ্যে হান জাতি হল মোট জনসংখ্যার ৯০% . এই হান জাতির মুখের ভাষাই হল মূলত মান্দারিন বা চাইনিজ ভাষা. হান জাতি ছাড়াও অন্যান্য জাতির মধ্যে উল্লেখযোগ্য হল উইগুর, হৈ-জু, মান-জু, চুয়াং, মঙ্গোলিয়ান, কোরিয়ান, রাশান,উজবেক. ওদের সাথে যখন পরিচিত হই তখন ওরা প্রথমত বলে আমি চাইনিজ দ্বিতীয়ত বলে জাতির নাম. ৯০% লোক হান জাতির হওয়া সত্বেও ওরা কখনও বলে না, "তুমি কে আমি কে....হান হান, বরং সব জাতি-গোষ্ঠীর প্রতি সম্মান দেখিয়ে বলে চীনা " চীনা বলার প্রথম প্রচলন শুরু করেছিল চিন [qin] নামের এক রাজা, সে অনেকগুলো ছোট ছোট রাজ্য দখল করে অনেক বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রথমবারের মত কেন্দ্রীয় শাসন ব্যবস্হা চালু করে তখন থেকে এই পুরো ভূখন্ডকে তার নামানুসারে চীন বলা হয় এবং এখানকার সকল অধিবাসীদের চীনা বলা হয়. চায়নার সব লোকের আইডি কার্ডে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি পৃথক পৃথকভাবে লেখা থাকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।