আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব বাঙালির "পরিচয়"

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

দেশের বাইরে বন্ধুরা যাদের ব্রডব্যান্ড কানেকশন আছে তাদের হতে সময় থাকলে বিদেশ টিভি'র অনডিমান্ড থেকে প্রবাসে বসবাসরত বাঙালিদের নানান জীবন চিত্র দেখতে পারেন। শুনতে পারেন বাঙালির বিশ্বময় ছড়িয়ে পড়ার গল্প। দেখতে পারেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়ানো বাঙালির গৌরব গাথা। কানাডা থেকে নির্মীত তেমনি একটি তথ্য ও বিনোদন মুলক অনুষ্ঠানের নাম "পরিচয়"।

এই অনুষ্ঠানটির এক সময় কানাডার টরন্টো ও আমেরিকার নিউইয়র্ক এবং নিউজার্সি শহর হতে একযোগে এশিয়ার টেলিভিশন নেট টরন্টো, এস টি ভি ইউ এস ও টিভি এশিয়া নিউজার্সি থেকে একযোগে প্রচারিত হত। অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান কানাডার মীরা মিডিয়া। আর অনুষ্ঠানটি নির্মাণ করতাম/করি এই অধম আমি, সাইফুল ওয়াদুদ হেলাল। বর্তমানে, যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক বিদেশ টিভি পরিচয়ের সকল এপিসোডকে অনডিমান্ড প্রচারের ব্যবস্থা করেছে। যেটি অনুষ্ঠানটি'র নির্মাতা প্রতিষ্ঠান মীরা মিডিয়া ও এর সাথে সংস্লিষ্ট সকলের জন্য সুসংবাদ বটে।

অনুষ্ঠানটির নির্মাতা হিসেবে নিজেও এ আনন্দ সকলের সাথে ভাগ করে নেবার জন্য এই ব্লগ লেখা শুরু করেছি! বন্ধুরা নমুনা হিসেবে পরিচয়ের একটি স্পেশাল পর্বের লিংন্ক এইখানে সংযোজন করলাম। দেশের বাইরে যাদের হাইস্পিড ইন্টারনেটের কানেকশন আছে তারা হাতে সময় থাকলে এই লিংন্ক থেকে পরিচয়ের একটি পর্ব দেখে নিতে পারেন। সবাই আনন্দে থাকুন, সকলের জন্য শুভ কামনা। তথ্য ও বিনোদনমুলক টিভি ম্যাগাজিন অনুষ্ঠান "পরিচয়" পরিচালনা: সাইফুল ওয়াদুদ হেলাল। উপস্থাপনা: আনিকা হোসেন।

প্রযোজনা: মীরা মিডিয়া। ভিডিও অনডিমান্ড: বিদেশটিভি >>

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.