আমাদের কথা খুঁজে নিন

   

অর্ণব

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
" জানো .. আমি কখনোই সমুদ্র দেখিনি " " আমিও না " " আমরা কি কখনো সমুদ্র দেখব ? কেমন লাগবে সেদিন আমাদের ? " আমি জানি না , এতোখানি পথ পেরিয়ে আসার পর একজন মানুষের কেমন লাগতে পারে । আমি এটাও জানি না , আমি যখন পৃথিবীর রক্তলাল চোখের সাখে বেঁধেছিলাম প্রাণ প্রবল দুঃসাহসে ... কেমন লেগেছিলো তোমার চোখের সামনে একরাশ প্রাণবাঁধা জল দেখে ? কেমন লেগেছিলো যখন আমার অক্ষমতা সাগরের ঢেউ সেজে আছড়ে পড়েছিলো তোমার পায়ে ? তখন কি তোমার মনে পড়েছিলো আমার কথা ? আমি এক সমুদ্র বুকে বহন করেছি শতাব্দীকাল , আমার সহস্র নির্ঘুম রাত্রিতে সে আমায় গান শুনিয়েছে ... সে আমার কানে চুপিচুপি মণ্ত্রণা দিয়েছে ষড়যণ্ত্রে .... যখন আমি ভুলতে চেয়েছি তোমায় ; যখন আমার মনে হয়েছে তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে খুব সম্ভব , তখনি সে আমার কণ্ঠ চেপে ধরেছে ..... আমার সে বারবার মনে করিয়ে দিয়েছে তোমার কথা । তারই মন্ত্রণায় আমি তোমার কথাগুলো আউড়ে চলেছি আপ্তবাক্য ভেবে ... তোমার দেয়া উপহারগুলি রেখেছি সযত্ন মমতায় .... তোমার বটের পাতা ... লাইনের পর লাইন কৈশোরের আবেগগুলি ..... লুকিয়ে রেখেছি সযত্নে । কেন ভালোবাসা এত অমূল্য ? চোখের সামনে যখনই কোন নদী দেখেছি , তাকে জিজ্ঞাসা করেছি তোমার কুশল ... তার স্বচ্ছ পানিতে জানতে চেয়েছি সমুদ্র কেমন হয় ... কেমন হয় তার ভাষা .... সে কি আমার প্রত্যাশায় দাগ কাটে ক্যালেন্ডারে ? তারও কি কখন্ও ভীষণ ভীষণ কাঁদতে ইচ্ছে হয় আকাশ দেখে ? আমি চোখ খুললাম । আমার সামনে .... বিপুল জলরাশির বুকে জমে থাকা আকাশের ছায়া .... পৃথিবীর একপ্রান্তে দাঁড়িয়ে আমি সামান্য মানুষ ... হাত বাড়িয়ে দিলাম .....অসীমের দিকে ..... আমার পায়ে ছুঁয়ে গেল কোন কোমল ঢেউ ..... আমাকে চয়ন ডাকছিলো ..... কিন্তু আমি শুনতে পারছিনা কিছুই ...... আমার চোখের সামনে আমাদের স্বপ্ন .... আমাদের চিরঅধরা স্বপ্ন .... যাকে আমি বিক্ষত বুকে বহন করেছি অহর্ণিশি । আমার চোখের সামনে ক্রমশ ঝাপসা হতে থাকল সমুদ্র .... পৃথিবীর যুদ্ধে শেস পরাজিত সৈনিকের মত আমার সমুদ্রকে আমি আহবান করলাম তোমার প্রতি ................. তোমার সাখে আর যদি কখনো দেখা না হয় , সমুদ্রের জলে তুমি খুঁজে নিও ... তার ক'ফোঁটা তোমার জন্য । ভালো থেকো
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।