৪২০
বাঙলাদেশে চলমান গার্মেন্টস শ্রমিকদের সংগ্রাম মূলতঃ ন্যায়সঙ্গত ও প্রগতিশীল। এই সংগ্রাম একসঙ্গে দুটি বিষয়কে সুস্পষ্ট করে তুলেছে। একটি, গার্মেন্টস শ্রমিকদের উপর গার্মেন্টস মালিকদের পুঁজিপতিদের এবং বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের শোষণ নির্যাতনের তীব্রতা। অপরটি, বাঙলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সংগ্রাম যথাযথ সংগঠিত করার প্রশ্নে কমিউনিস্ট নেতৃত্বের তত্ত্বগত দূর্বলতা।
বাঙলাদেশে গার্মেন্টস মালিকেরা পুঁজিপতিরা নিজেদের শ্রেণীস্বার্থে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও শক্তিশালী।
দেশীয় বুর্জোয়া রাষ্ট্র ও সরকার গার্মেন্টস মালিকদেরই রাষ্ট্র ও সরকার। অপরদিকে একাধিক কারণে বাঙলাদেশে (১৯৪৭-২০১০) বিপ্লবী ট্রেড ইউনিয়ন সংগ্রাম বিকশিত ও শক্তিশালী নয়। সঠিক তত্ত্বে সজ্জিত একটি সঠিক কমিউনিস্ট পার্টির অনুপস্থিতিই এক্ষেত্রে প্রধান কারণ।
শিল্প কররখানায় ন্যায্য দাবী দাওয়া নিয়ে মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম ট্রেড ইউনিয়ন সংগ্রাম। ট্রেড ইউনিয়ন সংগ্রাম মূলতঃ অর্থনৈতিক সংগ্রাম।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।