আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিপ্লবী

১২৩৪৫৬৭৯৮৭৬৫৪৩১

আমি এসেছি এ বসুধায় করে দিতে চির ত্রিদাসালয় । আমি দূখিনীর চোখের অঞ্জন বিত্ত পাতকের লোচনের পাষাণ । আমি তিমির যামিনীর সুধানিধী অহোরাত্রের দীপ্তমান দিনপতি । আমি স্ফুরনের ঊর্মি বয়ে দিব বান্ধবে স্বজনে; আমি কানাইয়ের,উগ্রের,রূঢ়ের অপযশ করে দিব ইতি । আমি শতদলের আশীবিষ ষটপদের বিষাক্ত বিষ ।

আমি সুমধুর অধিকারী পরভূত আমি কেকা,আমি অবনীর শান্তির দূত । আমি জননীর মুখের অলক আমি জনকের নেত্রের পলক । আমি জগদীশ্বরের অধীন নৃপতির কৃপান । আমি অগ্রণীর অভিপ্রায় কুয়ের তিলেতিলে ক্ষয় । উপ্ত মনে জেগেছে আজ সুপ্ত আশার বীজ চিরন্তন শোষণের ইতি দেখার জন্য হয়েছি আমি দ্বিজ ।

আমি আজ অদাহ্য বিপ্লবের চৈতালি আমি বিপ্লবের নায়ক চির বিপ্লবী । আমি বিপ্লবী, মানুষের মানসে; সবাই বলে-“ বিপ্লবী বন্য বুনো সে” । কিন্তু আমি চলি সৃষ্টির আবেশে । আমার বিচরন এ ধরায়, সামনে চলি নির্ভয় নিশ্চয় । শত বাঁধা-বিপদ আজ আমার পথ রুধবার নয় ।

জয়ী আমি আমার নাই পরাজয়, কঠোর আমি কঠিন আমার অবয় । আমি বিপ্লবী, আমি স্বাধীনতার মিতালী, আমি বিপ্লবের নায়ক চির বিপ্লবী । আমি যুগে-যুগে পথিকের পথের সাথী, আমি অন্ধকার রাতে দীপ্তমান আশার বাতি । আমি অমর আমিই নিরন্তর, থাকব আমি সকল কালে,থাকব অনন্তর । আমি অত্যয় চির প্রত্যয় ।

আমি বিপ্লবী চির অমর চির সত্য এ জগতময় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।