আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিপ্লবী হব না



আমি বিপ্লবী হতে চাইনা কারণ ঠোঁটের আগায় একটার পর একটা জ্বলন্ত সিগারেট আমার জন্য নয়। আমি বিপ্লবী হতে চাইনা কারণ গাছতলায় বসে তাস পেটানো আমার জন্য নয়। আমি বিপ্লবী হতে চাইনা কারণ গঞ্জিকা সেবন করে চোখের পাতায় সাম্যবাদ আনতে চাইনা। আমি বিপ্লবী হতে চাইনা কারণ মামার টং দোকানে কাপের পর কাপ বাকীতে চা খেতে চাইনা। আমি বিপ্লবী হতে চাইনা কারণ পারবোনা কথার তুবড়িতে দেশ উদ্ধার করে বাসায় ফিরে বাবার মলিন মুখ দেখতে। আমি বিপ্লবী হতে চাইনা কারণ পারবোনা খিস্তি-খেউড় তুলে নেতৃত্বের বৃথা স্বাদ নিতে। আমি বিপ্লবী হতে চাইনা কারণ পারবোনা ক্লাস বাঙ্ক করে রাস্তায় বসে গান বাজনা করতে। আমি বিপ্লবী হতে চাইনা কারণ আটকে যেতে চাইনা ক্যাম্পাসের ওই চার দেওয়ালে বছরের পর বছর। আমি বিপ্লবী হতে চাইনা কারণ আমি জানি দেশে কোনদিনই সাম্যবাদ আসবেনা; বিপ্লবী হওয়ার চিন্তা শুধুই হতাশাগ্রস্তদের নিস্ফল আস্ফালন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।