শ্ক্ষিাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন- উচ্চশিক্ষার মানকে আরো উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘উচ্চ শিক্ষা নিয়ে সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে প্রাচীন ও জটিল বলে আখ্যায়িত করে বলেন বর্তমান প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকার জন্য এ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদেরকে গবেষণামুলক কাজে নিজেদেরকে আরো বেশি নিয়োজিত রাখতে হবে। এটা সত্য যে গবেষণা কাজে নিজেকেনিয়োজিত রাখার মধ্য দিয়ে এটা করা সম্ভব।
এটা কি আামাদরে দ্বারা আজ হচছে? আমার তো মনে হয় মোটইে না।
ড. জোহা স্মারক বক্তৃতা- ২০১১ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে কাজী নজরুল ইসলাম মিলানায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
শনবিার বজিনসে স্টাডজি ফকোল্টি ডিবেটিং ফোরাম-ববিএফডিএফএর উদ্যোগে আয়োকিত তিনদিন ব্যাপী ২য় বিতর্ক প্রতিযোগতীতার। ে ফাইনাল রাউন্ডে উঠেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অরগাইনজেন-জুডো আর বএিফডএিফ। বর্র্তিকর বষিয় ছলি-ক্ষুদ্র ঋণ দরদ্র্যিতাকে টকিয়িরে রাখার অন্যতম কৌশল।
বষিয়টি আমার পছন্দ হয়ছে। ে আমি এর পক্ষে একমত। ক্ষুদ্র ঋণ দরদ্রিতাকে টকিয়িে রাখার নতুন কৌশল..সাম্রাজ্যবাদীদরে নুতন ফাঁদ..শোষণরে অন্যতম হাতয়িার। ক্ষুদ্র ঋণ হল মোলা ঝুলানোর মতো। ক্ষুদ্র কি এমন একটি ট্যাবলটে যা খলেে দারদ্র্যি দৌড়ে পালাব।
ে ড. ইউনূস এ ধারণার প্রবক্তা। আজ সে দশেে দশেে সম্মানতি হচছে। ভূষতি হচছে নানা প্রশংসায়। বড় বড় বশ্বিবদ্যিালয় তাকে দচিছে র্সবোচ্চ ডগ্রিী। এটওি সাম্রাজ্যবাদদিরে নয়া কৌশল।
এর মাধ্যমে তারা ক্ষুদ্র ঋণ সংস্থাকে অনকে টাকা ঋণ দয়ে। আবার তা থকেে র্সবোচ্চ হারে ঋণ গ্রহণ কর। ে তারা তাকে সর্মথন দচিছে। আমি মনে করি নোবলে পুরস্কার পাওয়ার পছিনে এর বড় কারণ নহিতি রয়ছে। ে আজ আর্ন্তজাতকি পুরস্কার বা নোবলে পুরস্কার আর্ন্তজাতকি প্রণোদনা প্যাকজেে পরণিত হয়ছে।
ে
যাই হোক বর্তিকটি আমি দখেলাম। খুব ভালো লাগল। জুডু চ্যাম্পয়িন হল। আমারও অনকে ইচ্ছা এমন বর্তিক করার । কতো ইচছা ।
এভাবে দাড়য়িে কথা বলে যাবো। যুক্তি খন্ডন করে যাব। ে আমার মতামত সবার সামনে তুলে ধরব। কন্তিু সাহস কোলায়না। কথাই বলতে পারনিা।
আটকে যাই। থমকে যাই। হঠাৎ মুখ দয়িে কথা বলা বন্ধ হয়ে যায়। অথচ মনে মনে কত যুদধ কর। ি নজিে নজিে অনকে কথা বল।
ি যখন এগুলো মানুষরে সামনে তুলে ধরতে চ্ইা আর পারা হয়ে উঠে না।
শাকরি ইকরাম
সকাল: ৬:৫৫
১০ এপ্রলি২০১১
শরে-ই-বাংলা হল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।