ব্রিটিশ শাসন দীর্ঘকাল পরাধীন করে রেখে ছিল
ব্রিটিশদের পরাধীনতার শৃংখল ভেঙ্গে আশার আলো নিয়ে আসে স্বাধীনতা
১৯৪৭ সাল থেকে ৭১ পাকিস্তানিদের স্বৈরাচারী নির্যাতন নিত্য দিনের ঘটনা
অন্ধকারে নিক্ষেপ করতে চায় জাতি কে; কেড়ে নিয়ে মাতৃভাষা
ভাষার আগ্রাসন রোধ করে আলোর ভুবণ করবে রচনা
ভাষার অপমৃত্যুতে সোচ্চার হয়ে উঠে; সইবে না শোষণ বঞ্চনা
মুক্তিযুদ্ধের বিভীষিকায় নিজেদের কে সঁপে দেয়
মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দেয়
দৃপ্ত শপথে জেগে উঠা এ দেশের মানুষ ছিনিয়ে আনে স্বাধীনতা
আত্মামুক্তি ও আত্মবিকাশের আকাংক্ষায় লালিত এ যুদ্ধের চেতনা
আনন্দ অবিনাশী অনবদ্য সংযোজন
জাতীয় জীবনের দর্পণে পাক বাহিনীর পতন
পরাধীনতার নিগড় ভেঙ্গে ছিনিয়ে আনে স্বাধীনতার মুকুট
বঙ্গবন্ধু দেশ পরিচালনায় প্রথম দফায় খেলেন হোঁচট
বঙ্গবন্ধু হারালেন জীবন অথচ তার অবদানে আসে স্বাধীনতা
তারপর হারালো জীবন স্বাধীনতার ঘোষক জিয়া
কিছু স্বার্থান্বেষী মানুষ আধিপত্য বিস্তার করে
স্বাধীন বাংলাদেশ উত্তান-পতনে চল্লিশে পা রাখে
স্বাধীন দেশে অদৌ পরাধীনতার শিকল হাতে-পায়ে
খুন-রাহাজানি,দ্রব্যমুল্যের উর্ধ্বত গতি এর জবাব দেবে কে?
স্বাধীন দেশে আর কত সন্ত্রাসী নৈরাজ্য
মুক্তি দাও, শান্তি চায়,স্বৈরাচারী হোক পরিত্যাজ্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।