আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বাধীন দেশে আরেকটি স্বাধীন দেশের পতাকা উড়ানো কতটুকু যুক্তিযুক্ত????????



বহু কষ্টে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়ানো কতটুকু যুক্তিযুক্?? কতটুকু আইন সম্মত?? কারো জানা থাকলে জানান. বাংলাদেশের এখন যে অবস্থা তাতে কাউকে বাংলাদেশে চোখ বন্ধ করে এনে ছেড়ে দিলে বলতেই পারবেন না যে সে ব্রাজিল, আর্জেন্টিনায় আছে নাকি বাংলাদেশে আছে. খোদ ব্রাজিল ও আর্জেন্টিনায় ও মনে হয় তাদের দেশের এত পতাকা উড়েনা. একটা দেশের খেলা ভালো লাগতেই পারে তাই বলে তাদের পতাকা উড়াতে হবে এর কি মানে আছে. আমার দাবা খেলা ভালো লাগে. দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বিশ্বনাথ আন্দন খেলে এখন যদি আমি ভারতের পতাকা উড়াই তবে আমাকে বলা হবে ভারতের পা চাটা কুকুর. রাষ্ট্রদ্রোহী সহ আরো কত যে বিশেষণে আমাকে বিশেষিত করা হবে তা একমাত্র আল্লাই জানে. যদি আমাকে এইসব বিশেষনে বিশেষিত করা হয় তবে তাদের কেন নয়??? ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা বেশি উড়ে বলে শুধু তাদের কথাই বললাম. তাই বলে ভাবার কারন নেই যে অন্য দেশের পতাকা উড়ানো কে আমি সমর্থন দিচ্ছি. বহু কষ্টে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়ানো কতটুকু যুক্তিযুক্?? কতটুকু আইন সম্মত?? কারো জানা থাকলে জানান. বাংলাদেশের এখন যে অবস্থা তাতে কাউকে বাংলাদেশে চোখ বন্ধ করে এনে ছেড়ে দিলে বলতেই পারবেন না যে সে ব্রাজিল, আর্জেন্টিনায় আছে নাকি বাংলাদেশে আছে. খোদ ব্রাজিল ও আর্জেন্টিনায় ও মনে হয় তাদের দেশের এত পতাকা উড়েনা. একটা দেশের খেলা ভালো লাগতেই পারে তাই বলে তাদের পতাকা উড়াতে হবে এর কি মানে আছে. আমার দাবা খেলা ভালো লাগে. দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বিশ্বনাথ আন্দন খেলে এখন যদি আমি ভারতের পতাকা উড়াই তবে আমাকে বলা হবে ভারতের পা চাটা কুকুর. রাষ্ট্রদ্রোহী সহ আরো কত যে বিশেষণে আমাকে বিশেষিত করা হবে তা একমাত্র আল্লাই জানে. যদি আমাকে এইসব বিশেষনে বিশেষিত করা হয় তবে তাদের কেন নয়??? ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা বেশি উড়ে বলে শুধু তাদের কথাই বললাম. তাই বলে ভাবার কারন নেই যে অন্য দেশের পতাকা উড়ানো কে আমি সমর্থন দিচ্ছি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.