আমরা নারীরা,শিশুরা এ দেশে,সমাজে খুবই অবহেলিত। কিণ্তু আমাদেরও তো অধিকার আছে এ দেশে,সমাজের প্রতি। তবে কেন আজ নারী-শিশুর নির্যাতন বেড়েই চলছে। দেশ স্বাধীনের জন্য,মা-বোনেদের সম্মান রক্ষার জন্য সালাম,বরকত,জব্বার, রফিক এবং আরো আমাদের ভাইয়েরা তাদরে প্রাণ বির্সজন দিয়ছেনে। পরমিলরে মতো মানুষদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভীতিকর মনোভাব সৃষ্ট হয়েছে।
পিতা-মাতা তাদের মেয়ে সণ্তানদের শিক্ষা নিয়ে দু:শ্চিণ্তায় ভুগছে। তারা তাদরে সণ্তানদের সুশিক্ষিত করার জন্য কাদের হাতে তুলে দিবেন। এভাবে একের পর এক ঘটনা চলতে থাকলে শিক্ষিত নারী সমাজ গড়ে উঠবে কিভাবে?তাহলে কি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কষ্ট বৃথায় যাবে?
নারীদের শিক্ষিত করার জন্য কতই-না চেষ্টা, কতই-না শ্লোগান এ সমাজের বড় বড় মানুষদের। কিণ্তু যাদের মাধ্যমে নারীরা শিক্ষার আলো জ্বালাবে তারা কি প্রকৃত শিক্ষক নাকি প্রকৃত দুষ্কৃতকারী।
যৌতুক, শিশু নির্যাতন, নারী নির্যাতন নিয়ে শুধু মানববণ্ধন, মিডিয়ায় খবর প্রচার করলেই হবেনা, সমাজের বড় বড় মানুষদের টনক নড়তে হবে।
আমাদের আইন আরও কঠোর করতে হবে।
আজ যদি আমাদের শহীদ ভাইয়েরা বেচেঁ থাকতেন তাহলে হয়তো আর এক বিদ্রোহ শুরু হতো, তবে সে বিদ্রোহ দেশ স্বাধীন করার জন্য না,সে বিদ্রোহ হতো মা-বোনেদের পরিমলদের মতো মানুষদের কাছ থেকে স্বাধীন করার জন্য।
এ প্রথম আমি একটি প্রতিবদেন পোষ্ট করলাম। সুণ্দর করে গুছিয়ে, সাজিয়ে লিখতে পারিনি। হয়তো অনেক ভুলও থাকতে পারে।
তাই আমি দু:খিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।