আমাদের কথা খুঁজে নিন

   

শনিবার লেইট করে অফিসে আসা এবং এক লোমহর্ষক ঘটনার অবতারনা

..............................

দু:খের কথা আর কি বলব শনিবার ও আমাকে অফিস করতে হয় । তবে শনিবার একটু রিলাক্স এ থাকি এবং অফিসে একটু দেরি করলেও বস ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন । সে কারনেই কাল রাতে বন্ধুদের সাথে আড্ডা মেরে অনেক রাতে বাসায় ফিরি এবং ঘুমাতে ঘুমাতে প্রায় ৩ টা বেজে যায় । সকাল বেলা আমার বোকা মোবাইলটা মনে হয় একটু তাড়াতাড়ি এলার্ম বাজানো শুরু করছিল । ঘুমের মাঝে পারলে ওর গলা চেপে ধরি, দিলাম ওকে সাইলেন্স করে এবং হারিয়ে গেলাম আলসেমী ভরা ঘুমের রাজ্যে ।

হঠাৎ ধড়মড় করে উঠে দেখি একি ৮.৩০ বাজে মাথা পরাই নষ্ট হই গেল । পাগলের মত লাফ দিয়ে বিছানা থেকে নেমে তুফান বেগে রেড়ি হওয়ার চেষ্টা করলাম । চোখে ঘুম নিয়ে কিচ্ছু খুজে পাইনা, যা সামনে পেলাম তা পরেই রওয়ানা দিলাম । বাসা থেকে বের হওয়ার পর অসস্তি লাগছিল মনে হচ্ছিল জুতার মধ্যে কিছু একটা আছে। ভাবছিলাম হয়ত ছোটখাট পাথর বা ওরকম কিছু জুতার ভিতরে রয়ে গেছে ।

অফিসে লেট হয়ে যাচ্ছে দেখে ব্যাপারটা কে তেমন পাত্তা দিলাম না । চিন্তা করলাম বাসে উঠে চেক করব কিন্তু বাসে উঠার পর গাধাগাধি করা লোকের ভিড়ে সুযোগ হলনা । অবশেষে অফিসে এসে প্রথমেই জুতা চেক করার জন্য খূললাম । ডান পায়ের জুতাটা খুলে একটু ঝাকি দিতেই একটা টিকটিকি বের হয়ে আসলো একদম জীবন্ত । বিশ্বাস করেন এমন চমকাই উঠছিলাম যে আরেকটু হলে স্টোক করে ফেলতাম ।

এই পোষ্টটা লিখার সময় আমার গায়ের লোম দাড়াই যাচ্ছিল । জনমের শিক্ষা হই গেছে এখন থেকে জুতা পরার আগে চেক করে পরতে হবে আর আপনারা ও চেক করে পরবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।