একদিকে নিজের প্রযোজনায় 'এক কাপ চা'-এর মুক্তি, অন্যদিকে দুই বাংলার ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ততা- এ বিষয়ে শুনতে চাই।
অনেকটা তাই, এখানে 'ভাবীর আদর'সহ বেশ কটি আর কলকাতার নতুন কয়েকটি চলচ্চিত্রে কাজ শুরু করেছি। নিজের প্রযোজিত 'এক কাপ চা'-এর মুক্তি নিয়েও টেনশনে আছি। সব মিলিয়ে সত্যিই মহাব্যস্ত বলতে পারেন।
টালিগঞ্জের নতুন ছবি সম্পর্কেই শুনি।
চলচ্চিত্রের শিরোনাম 'ফিরে যাস না'। মার্চের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করেছি। দুই বাংলার দুই ধর্মের এক জোড়া ছেলেমেয়ের প্রেমকাহিনী নিয়ে গল্প দাঁড়িয়েছে। এতে আমার সহশিল্পী রূপসা। নির্মাতা হচ্ছেন রামদা।
গল্পে টুইস্ট আছে। আরেকটি হচ্ছে 'সাঁজের জোনাকী। ' পুরোমাত্রায় রোমান্টিক গল্পে দাঁড়াবে চলচ্চিত্রটি। সঙ্গে ফ্যামিলি সেন্টিমেন্ট তো থাকছেই। এক কথায় চমৎকার গল্প।
চরিত্রটিও সুখ-দুঃখ, ভালোবাসায় টইটম্বুর। এতে আমার বিপরীতে আছেন রচনা ব্যানার্জি। দুটো চলচ্চিত্রই দর্শক তৃপ্তি নিয়ে দেখবে, এ কথা হলফ করে বলতে পারি।
এক কাপ চায়ের স্বাদ দর্শক কখন নিতে পারবে?
চলতি মাসেই দর্শকের হাতে তুলে দেব উষ্ণ 'এক কাপ চা'। আমি একা মানুষ তো, তাই একদিকে অভিনয় অন্যদিকে নিজের ছবির মুক্তি।
তাছাড়া ব্যক্তিগত অনেক কাজ তো আছেই। এ জন্যই বলতে পারেন সব কিছুই ধীরগতিতে চলছে। তবে কাজের মানের সঙ্গে কোনো আপস করছি না। তাই দর্শকের কাছে আমার গ্রহণযোগ্যতায় কখনো ছেদ পড়বে না।
একটা ট্রেন্ড চালু আছে, মুক্তি দিতে বিলম্ব হলে দর্শক আগ্রহে ভাটা পড়ে, তাই 'এক কাপ চা' নিয়ে টেনশন হচ্ছে না?
মোটেও না, কারণ যেখানেই যাচ্ছি সবার একই প্রশ্ন 'এক কাপ চা' কখন পাচ্ছি।
এতে বোঝা যাচ্ছে আমার প্রযোজিত এ চলচ্চিত্রের প্রতি দর্শক আগ্রহে একবিন্দুও ভাটা পড়েনি। দর্শকরা 'এক কাপ চা'-এর জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছে। তাদের এই আগ্রহেরও যথেষ্ট কারণ আছে। কারণ এ চলচ্চিত্রের গল্প দেশ, কাল ও সময়োত্তীর্ণ। মানে কালজয়ী।
গল্পের কথাই তাহলে শুনি।
বাসু চ্যাটার্জির গল্পে 'এক কাপ চা' রসোত্তীর্ণ হয়েছে। বলতে পারেন ত্রিভুজ প্রেমের রমরমা গল্প। নাইম ইমতিয়াজ নেয়ামুল পরম মমতায় তৈরি করেছেন 'এক কাপ চা'। তাই বলতে পারি দর্শক তৃপ্তির ঢেঁকুর তুলে এই এক কাপ চা পান করবে।
- শোবিজ প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।