ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
শকুনিরা!
চলে এসো প্রাতঃরাশে-
কাকেরা এসো মধ্যাহ্নে,
নৈশভোজে এসো শেয়াল-কুকুর;
চেটেপুটে খাও ঘাতক দালাল
আকাশে তোল তৃপ্তির ঢেকুর!
-লেখাটা আমার এক বন্ধু আখতারুজ্জামান আজাদের লেখা। আমি তাকে আজ সকালে মেসেজ পাঠিয়েছিলাম-
দু'লাখ শিশির কণা
মধ্যাহ্নের কড়া সূর্যের আলোয় ধর্ষিত।
ত্রিশ লাখ রক্ত-লাল শিমুল-
এমনি করেই কি ফিকে হবে
শকুনির রাক্ষুসী নখের আঁচড়ে??
-এটা লিখে।যার রিপ্লাই-য়ে সে আমাকে তার মেসেজটা পাঠায়।
সবার সাথে শেয়ার করতে পোস্টে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।