অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া । ।
আমার মতে পৃথিবির এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে রবি ঠাকুরের কোনো মন্তব্য ছিলনা। মাঝে মাঝে এমনি গীতবিতান ঘাটাঁঘাটিঁ করি বা ছোটগল্প সংকলনটির কোনো এক পৃষ্ঠা খুলে পড়া শুরু করি। আর তাতে প্রতিবারই নতুন ভাবে বিস্মিত হই যে, একটা মানুষ কে ঈশ্বর কতটুকু মানসিক শক্তির অধিকারি করে পাঠালে সমগ্র সৃষ্টির অনুভুতি তার মাঝে বিদ্যমান হয়।
ছোটগল্পে তিনি মানবীয় আবেগগুলোকে এমন ভাবে প্রস্ফুটিত করেছেন যে, যে কেউ জীবনের কোনো না কোনো সময়ের উপলবদ্ধিতে মিল খুঁজে পাবে..আজকাল একটি কষ্ট ক্ষণে ক্ষণে অনুভূত হয়, যে আসেপাশের মানুষ গুলো খুব যান্ত্রিক হয়ে গেছে..আমি যেমন করে রবি ঠাকুরের গান-কবিতা-লেখনী নিজের মাঝে অনুভব করি তেমন করে আমার আশেপাশের মানুষগুলো তো করছেনা। মাঝেমাঝে যেন কারো কারো উপহাসের পাত্রীই হয়ে উঠি। হঠাৎ হঠাৎ অনুভুত হয় যে আমি খুব একটা ভূল সময়ে জন্মেছি..আমি যেমন করে চিন্তা করি, তেমন ভাবে তো কেউ আর ভাবে না..আমি জানি এসব একটি বহুলপ্রচলিত প্রচার মাধ্যমে (ব্লগে) প্রকাশিত হলে অনেকেই হয়ত বিরক্ত হবেন..অনেকেই "আতেল" গোত্রভুক্ত করতেও দ্বিধাবোধ করবে না, যদিও তাতে আমি খুবই অভ্যস্ত..
কি লিখতে শুরু করেছিলাম আর কোথায় চলে এলাম..
চাইছিলাম সবার সাথে একটি রবীন্দ্রসংগীত শেয়ার করবো, এবং এই গানটিতে আমার উপলদ্ধি তুলে ধরব..গানটি হচ্ছে:
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ ।
ধন্য হল, ধন্য হল মানবজীবন । ।
নয়ন আমার রূপের পুরে সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,
শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন । ।
তোমার যঞ্জে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি-
গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি ।
এখন সময় হয়েছে কি ? সভায় গিয়ে তোমায় দেখি'
জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন । ।
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ । ধন্য হল, ধন্য হল মানবজীবন । ।
আমার ভেতর একটি "মন খারাপ" ব্যাধী নিত্য বসবাস করে..এবং মাঝে মাঝে তা ডালপালা গজিয়ে নানা রুপ ধারন করে..তখন আমি হয়ে যাই অর্বাচীন এক দার্শনিক..মনে উদয় হয় নানাবিধ কল্পনা..এই মন খারাপের সময়কালে হঠাৎ করেই কোনো একটি ছোট্ট বিষয় জীবনকে উপভোগ্য করে তোলে..সেটি অদ্ভুৎ কোনো বনফুলও হতে পারে..অচেনা কোনো কবিতার পংক্তিমালা ও হতে পারে..সেই সময়টাতে মনে হতে থাকে "জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ".....
বি:দ্র: বানানের ব্যাপারে আমার অবস্থান বড়ই নাজুক..কেউ ভূল শুধরে দিলে আপডেট করে নেবো...ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।