আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে।
আমি বলব না তুমি আর এসো না,
এই আমাদের নিয়তি
আসা-যাওয়ার খেলা।
তুমি আসবে- বারংবার আসবে।
এ জগতে শেষ বলতে কিছু নেই
তুমি আমি অনন্ত সম্ভাবনায়
লুকিয়ে থাকা একজোড়া সাদা বক।
আমরা সময়ের পর্দা ছিঁড়ে কুঁড়ে খাই
নতুন নতুন নামে।
জানি,
এ জগতে শেষ বলতে কিছু নাই-
তবুও আমরা শেষের বরাত দিই
ফাগুন যেন অভিমান না করে
ফুল যেন ফুটে।
প্রতিটি নক্ষত্র ভুল সীমানা নির্দেশ করে
নক্ষত্রেরা জানে হিসেব মিলে গেলে
আর কোন রহস্য থাকে না।
আমরা একজোড়া বুনো সারস-
মেঘ হতে নীল আনি
অথচ আমরা জানি মেঘের কোন রঙ নেই।
আমরা ভুলে থাকি নিয়মের খেলা
যদি ভেঙ্গে যায়-
যাক এই খেলাঘর-
না মিটুক লীলা-
শেষ হতে দিই না কিছু
ফিরে আসি বারংবার। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।