আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কোন জগতে বাস করি?



সুপ্রিয় দেশবাসী, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি বাঙ্গালী জাতির অন্যতম চেতনার মাস ফেব্রুয়ারী মাস। যে মাসে রক্ত স্নাত না হলে হয়ত এদেশ স্বাধীনতার চেতনায় উদগ্রীব হত না। আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি তমুদ্দুন মজলিশকে এবং ভাষা শহীদ জব্বার, সালাম, বরকত সহ সকল কে। তাছাড়া শ্রদ্ধা জানাচ্ছি ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী গোলাম আজম সহ সকলকে।

দুঃখ জনক হলে ও সত্য যে আজ আমরা স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা বিশিষ্ট বাংলাদেশের নাম দেখা সত্ত্বে ও স্বাধীন ভাবে এদেশে চলতে পারি না। আমি মূলত বিশ্বাস করি যে ভাষা আন্দোলনের স্পৃহাকে কাজে লাগিয়ে ১৯৭১ সালে স্বাধীন হয় এদেশ। সেদিন সমগ্র বাঙ্গালী মনে করেছিল যে হয়ত আর অতীতের মত এইদেশে রক্ত ঝরবে না, অধিকার খর্ব হবে না, লুন্ঠন-রাহাজানি হবে না। পাক হানাদার বাহিনীদের মত জুলুম নির্যাতন চলবে না। দুমুঠো ভাত হয়ত অপেক্ষাকৃত কম মূল্যেই যোগাঢ় করতে পারবে এবং নিজের জীবন পরিচালনায় বাক স্বাধীনতা থাকবে।

কিন্তু আজ তা কবি সাহিত্যিকদের গল্প এর মতই মনে হয়, বাস্তবতা নেই বললেই চলে। আসলে আমরা কোন জগতে বাস করি? যদি আমার বাস্তবতার নিরীক্ষণে তা ভুল হয় তাহলে স্বাধীন এই ভূখন্ডে কেন রক্ত ঝরছে, কেন অকাল মৃত্যু ঘটছে, কেন অহেতুক জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা এবং রাঘব বোয়ালদের ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে এমনকি বিনা তদন্তে মাসের পর মাস দিনের পর দিন কারাগারে অসংখ্য মানুষকে দিন কাটাতে হচ্ছে। আসলে আমরা কোন জগতে বাস করি? আর কত দিন এভাবে চলবে? শান্তি প্রিয় মানুষ জবাব দিবে কি? অথবা আমার ভুল হলে সঠিক পথ জানিয়ে দিবে কি? আমি আজ হতাশ, কেন এই দেশ স্বাধীন হল? কেন অসংখ্য শহীদ ভাইয়েরা প্রাণ দিল? কেন এই জাতি সেদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল? আজ সেই স্বপ্ন কোথায় হারিয়ে গেল? আসুন আমরা সবাই মিলে হানাহানির রাজনীতি, রক্ত স্নাত রাজনীতি, হিংসাত্নক রাজনীতি, উস্কানিমূলক রাজনীতি, জীবন নিয়ে হলি খেলার রাজনীতি, কথার কাঁদা ছোড়াছুড়ি পরিহার করে বরং পরস্পর পরস্পরকে মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়ে স্বাধীনতার মৌলিক স্বপ্নে বিভোর হই। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার চেতনায় যা থেকেছিল যেমন ক্ষমা, মহানুভবতা, উদারতা ও দেশ গড়ার মানসিকতাকে কাজে লাগাই, যার ফলে এদেশে শান্তির আভা বইতে পারে, আর যদি তা না হয় তাহলে কি প্রয়োজন ছিল এদেশ স্বাধীনের, বিবেকবানগণ জবাব দিবে কি? আমরা কোন জগতে বাস করি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।