গতকাল হরতালের সময় শিশুদের এমন জঙ্গিরূপ শুধু চট্টগ্রামের চন্দনাইলের, যা দেখা যায় রাজধানীসহ সারা দেশেই।
অনেক জায়গায় মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের এক হাতে কোরআন শরিফ এবং অন্য হতে লাঠি ধরিয়ে দিয়ে পিকেটিং করান শিক্ষকরা।
তাহলে আমার প্রশ্ন এই মাদরাসায় কি শিক্ষা দেয়া হয়?
একটা মাদরাসায় একটি শিশুকে যখন ভর্তি করা হয় তখন আমরা বুঝব শিশুটি কোরান/হাদিস পরবে এবং কোরান/হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করবে, কোরান/হাদিসের বানি সমাজে প্রচার করবে, একটি সভ্য জাতি হিসেবে গড়ে উঠবে.......কোরানের বানী সমাজে প্রচার করবে।
আর এই শিশুদের দিয়ে কি করানো হচ্ছে, ছবিতে লক্ষ্য করলে দেখা যায় শিশুর চেয়ে লাঠি বড়, ওরা শিশু ওরা রাজনিতির কি বোঝে, ওরা নারী নিতী পূরুষ নিতী কি বোঝে?..........আসল কথা হল ওদের ব্যবহার করা হচ্ছে নারী নিতী ভাল কি মন্দ আমি সে কথা বলতে চাই না, আমি বলতে চাই এখানে শিশুদের ব্যবহার করা হবে কেন...........রাস্তায় বেরোলেই দেখা যায় কিছু লোক এতিম ছাত্রদের মাদরাসার কথা বলে টাকা তুলছে, অনেক ধনাড্য ব্যাক্তি দান করছে বা যে যার সাদ্য মত দান করছে এতিম ছেলেরা ভাল থাকবে বলে........সবাই চায় এরা ভাল থাক কিন্তু এক শ্রেনীর বাটপার ওদের ব্যবহার করে, ওদের তো লাঠি নিয়ে রাস্তায় বের হবার কথা নয়।
আজকে শিশু বয়স থেকেই ওদের হাতে লাঠি দেয়া হয়েছে, আর একটু বড় হলে হয়ত দেয়া হবে ধারাল অস্ত্র, আর একটু বড় হলে হয়ত দেয়া হবে অস্ত্র, গোলা বারুদ........তাহলে ওদের ভবিষ্যৎ কি..............দেশের ভবিষ্যৎ কি????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।