স্বরবর্ণ প্রকাশের পরের প্রকাশ শিশুর বইয়ের অংশ ‘প’ থেকে ঁ বিন্দু অবধি। গঠন মূলক মন্তব্য আশা করি।
প
পতাকা উঁচিয়ে
স্বাধীনতা এসেছে
নয় মাস যুদ্ধ করে
ফ
ফলে ফুলের দেশ
সোনার বাংলাদেশ
অথবা
ফল থরে থরে
খেলে বল বাড়ে
ব
বন গড়ি বন
ঘন সবুজ বন
ভ
ভর্তা শাক সব্জী
খাই বেশি সব্জী
ম
মুকতা আনবো তুলে
গভীর জলে গিয়ে
অথবা
মন মতো মধু
মধু নাও বধু
য
যাই চলো স্কুলে
দল বেঁধে মিলে
র
রত্ন হতে চাই
দেশ গড়ার জন্য ভাই
ল
লই যত শাক
করি অল্প তাপে পাক
ব
বল লই বল
মজার মজার বল
শ
শনশন বায়ু বয়
পাখি উড়ে যায়
অথবা
শিশুরা দল বেধে
চলে ও খেলে
ষ
ষড় ঋতুর দেশ
সোনার বাংলাদেশ
স
সকাল সাঁঝে বসি
মন দিয়ে পড়ি
অথবা
সদা সত্য বলি
সকলে মিলে চলি
হ
হতে হবে বড়
মন দিয়ে পড়
ক্ষ
ক্ষণে ক্ষণে ক্ষণে
মা ও বাবাকে পড়ে মনে
ৎ
সৎ ও মহৎ জন
এঁদের খোলা মন
ং
বং বং বং
উড়ে দেখো চং
ঃ
দুঃখ করনা ভাই
চলো কাজে যাই
ঁ
চাঁদের দেশ
বর্ণ পড়া হলো শেষ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।