কি হবে কাব্য দিয়ে নীবর কবির মুখোমুখি অবশেষে তুমি
যে চলে যেতে চায় তাকে বাঁধা দেয়ার মানে কী?
হারানো অতীত অথবা দ্যোদুল্যমান ভবিষ্যৎ সবই আজ ফিকে প্রায়
শুধু তোমার অবর্তমানে।
তবুও আমার আসা যাওয়ার মানে বারবার তোমাদের মুখোমুখি হই
জীবনানন্দ একবারই বনলতার খোঁজে বরিশালের অলিগলিতে ছুটে চলে
কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে
আমার মাঝে আমি নেই তোমার কী খবর?
এভাবে যাওয়া আসার মাঝে কে তুমি আদিম মানবী
তবুও তোমার খোঁজে নির্বাক ছুটে চলা ধ্বংসপ্রায় নগরীর অচেনা পুরুষ
এখানে একদিন সবই ছিল জীবনের রুপ, রস ও নিদারুণ হেটে চলা
কী পেলাম কী হারালাম সাজানো এ জীবন মহাকাব্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।