আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম

যাহা বলি সত্য বলি....

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা চার কার্যদিবসে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার পর অবশেষে মঙ্গলবার সংশোধন হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে। তবে লেনদেনের মোট পরিমাণ বেড়েছে। মঙ্গলবার ডিএসই‘তে মোট ২৬১টি কোম্পানির লেনদেন হয়। এরমধ্যে দাম বেড়েছে ৯৪ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির দাম।

পাশাপাশি সাধারণ সূচক ৮০ পয়েন্ট কমে ৬ হাজার ৪শ’ ৫৫ পয়েন্টে স্থির হয়। সার্বিক সূচক ৬৩ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩শ’ ৫৪ পয়েন্টে। এদিন ডিএসইতে ৭ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৫শ’ ৯৭টি শেয়ার মোট ১ হাজার ১শ’ ৪৮ কোটি ১০ লাখ ৫৭ হাজার টাকায় লেনদেন হয়। আগের কার্যদিবসে ১ হাজার ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল আফতাব অটোমোবাইলস।

এরপর পর্যায়ক্রমে ছিল কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, বে-লিজিং, পিএলএফএসএল, গোল্ডেন সন, তিতাস গ্যাস ও বিডি ফিন্যান্স। দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- প্রগতি ইন্স্যুরেন্স, এমবি ফার্মা, জুট স্পিনিং, ফার্মা এইডস, রহিম টেক্সটাইল, বঙ্গজ, জেমিনি সি ফুড, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্স। দাম কমার শীর্ষ দশ কোম্পানি হলো- ইউনিয়ন ক্যাপিটাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, সমতা লেদার, সমরিতা হসপিটাল, মুন্নু জুটেক্স, যমুনা অয়েল, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ন্যাশনাল হাউজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। অন্যদিকে, মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ২০৩টি কোম্পানির লেনদেন হয়। এরমধ্যে বেড়েছে ৬২টির, কমেছে ১৩৪ টির ও অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির দাম।

সিএসইতে সাধারণ সূচক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৬শ’ ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সার্বিক সূচক ৫৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৪২ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে মোট লেনদেন হয় ১শ’ ১০ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.