ফেসবুকে পাওয়া একটি ছবিতে দেখলাম লালবাগ কেল্লা মোড়ে দু'শিশুকে নির্দয়ভাবে মারা হচ্ছে। চুরির দায়ে মারা হচ্ছে তাদের। তাদের মারতে এগিয়ে এসেছে অনেক হাত। ছবি গ্রহিতা ফোকাস বাংলার সনি রোমানী ক্যাপশনে সার্থক শব্দ উচ্চারন করেছেন বাচ্চা দু'টির কান্নারত অবস্থা দেখলে গাঁ শিউরে ওঠে। গরিব দেশে বাচ্চারা খাবারের জন্য চুরি করবে এটাই স্বাভাবিক।
কিন্তু তাই বলে আমরা এভাবে পেটাবো তাদের? জানিনা যারা এভাবে তাদের মারলো তাদের বাসায় কোন শিশু আছে কিনা। যদি থাকে তাহলে অন্য শিশুকে মারার সময় নিজের সন্তানটির কথা মনে হওয়ার কথা ছিলো। জানিনা মানুষের মন থেকে মায়া মমতা ধীরে ধীরে কমে যাচ্ছে কিনা। এরকম আচরন এখন প্রায়ই চোখে পড়ে। ছবিটা দেখে মনটা খারাপ লাগলো।
যারা বাচ্চা দু'টিকে এভাবে পেটালো তাদের গ্রেফতার দাবী করি। কঠিন কিছু না। ছবি দেখে তাদের গ্রেফতার করা যেতে পারে। না পাওয়া গেলেও এরকম আচরনকারিদের জন্য তা একটা মেসেজ হবে। যে শিশুদের এভাবে মারলে কেউ গ্রেফতারও হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।