আমাদের কথা খুঁজে নিন

   

অতলান্তিক



মাঝে মাঝে মনে হয় আমার জীবন একটা বিশাল বিমানবন্দর, এখানে প্রতিনিয়ত অসংখ্য বিমান উঠানামা করে । আমার চেনা অচেনা , জানা অজানা কতরকম বিমান প্রতিদিন এখানে আসে যায় । আমি অবাক হই , বিমানগুলোকে ধরতে চাই কিন্তু আবার সব ভুলে যাই , ফিরে যাই পুরনো জীবনে । মাঝে মাঝে নিজের অজান্তেই নিজেকে জড়িয়ে ফেলি অর্থহীন কিছু কর্মকাণ্ডের সাথে , ভেবে নেই আমাকে ধরে রাখার সাধ্য কারও নাই । তবুও বাস্তবতার কাছে হার মানতে হয়, জীবনের ইচ্ছাগুলোকে গলা টিপে হত্যা করতে হয় ।

এরি মাঝে আমি বেড়ে উঠি , পেটের কিংবা মনের চাহিদা পুরন করতে বিষণ ব্যস্ত থাকি, স্বপ্ন দেখি আবার ভাঙি, ভালবাসি আবার ভুলে যাই, অভিমান করি কিংবা রাগান্বিত হই, কথা বলি কথা শুনি, এভাবেই আমি এবং আমরা বেঁচে থাকি । আর ভাবতে পারছি না, কারন আমাদের চিন্তা ভাবনা- চাওয়া পাওয়া সবকিছুই শুনেছি একটা সীমিত গণ্ডির মাঝে ঘোরপাক খায় কিন্তু আমরা ভাবি আমরা ক্রমেই উপরে উঠে যাচ্ছি । তারপার ও আমি আমাকে নিয়ে আর অনেক দূর যেতে চাই, নতুন করে বাঁচতে চাই । পৃথিবীর সব কিছুর মাঝে মিশে যেতে চাই কিন্তু কাউকে স্পর্শ করতে চাই না । হিমু কিংবা মিসির আলির মতো হতে চাই কিন্তু হিমু কিংবা মিসির আলি হতে চাই না ।

এমন একটা জীবন চাই যেখানে থাকবে একটা বিশাল বিমানবন্দর আর সেই বিমানবন্দরের রানওয়ে হবে আমার সমস্ত মস্তিস্ক , বিমান গুলো হবে আমার সকল চিন্তা চেতনায় ভরপুর আর তার পাইলট হবে আমার অস্তিত্ব । আমি মনের বিরোধেই এসব ভাবি, মন অনেক কিছুই তো করতে বাঁধা দেয় তাই বলে কি আমরা তা করতে পারি না!! পারি, যদিও তার অর্ধেক ই হইত আমাকে ভুল পথে নিয়ে যায় তবে কখনও কখনও আবার আমার অনেক স্বপ্ন ছুঁয়ে দেয়। তাই আআজ যা ভাবছি তা মিথ্যা হবার কোন কারন নেই, হইত আমি সত্যিই একদিন আমার জীবনে সেই বিমানবন্দর এর দেখা পাবো , ভালবেসে তাই সেই অদেখা অতলস্পর্শী বিমানবন্দর এর নাম দিলাম " অতলান্তিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।