আমাদের কথা খুঁজে নিন

   

অতলান্তিক

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বুকের এ ভাঁজ খুলে কাকে দেখাবো এখানে প্রেম ছিলো, ভালোবাসা ছিলো- আঁধারের শীর্ষ ছুঁয়ে সাগরের নীল জলে ডুবে গেছে পূর্ণিমা চাঁদ। বিশীর্ণ এ পথ ধরে এক বুক জ্যোছনার হাসি কী করে দেখাবো আমি? দিন কেটে রাত এলে দীঘল প্রান্তরে অমাবস্যার আঁধার দেখে কী করে বুঝবে তুমি এখানে পূর্ণিমা ছিলো প্রাণান্ত হাসির উত্তাল তরঙ্গ ছিলো! কাল রাতে সাঁই সাঁই করে বয়ে গেছে প্রলুব্ধ বাতাস বুকের তোরঙ্গ খুলে এক ঝাঁক পাখি তারই সাথে মিলিয়ে নিয়েছে পাখার দাপট। কাল রাত বাস্তবিক আমার নিজস্ব ছিলো- আজ রাত শুধুই তোমার! দিনভর রাতভর টুপটাপ ঝিরঝির এইরূপ একটানা বর্ষণের শেষে যদিবা জানতে চাও এই বুকে কতোটুক্ রক্তের প্রতিজ্ঞা ছিলো- আমি দেখাবো সাগর আর নীল জলে ডুবন্ত পূর্ণিমা চাঁদ। প্রকাশ: 23.09.1989

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।