আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি: ৩ জেলায় ৩৫ হাজার বেকারের কর্মসংস্থান



ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩৫ হাজার ৮৫২ জন যুবককে নির্ধারিত দশটি মডিউলে তিনমাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এর মধ্যে থেকে ৩৫ হাজার ৪ শত ১৪ জনকে উপজেলাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকারের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ তথ্য প্রকাশ করা হয়। সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পাইলটিং এলাকা হিসেবে চালু কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার বাদপড়া বেকার যুব ও যুব মহিলাদেরকে দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্তকরণ, রংপুর বিভাগের সকল জেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ, বিদ্যমান নীতিমালা সংশোধন ও স্থায়ী কর্মসংস্থানের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ এর সাথে এমওইউ স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় যে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সংযুক্তিপ্রাপ্ত যুবদের ২ বছর অস্থায়ী কর্মমেয়াদ শেষে বেসরকারি সংস্থায় স্থায়ী কর্মসংস্থান প্রদানের নিমিত্তে বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সাথে সমঝোতা স্মারক স্থাপন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি অনুযায়ী রংপুর বিভাগের সকল জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালুর বিষয়ে আলোচনা হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.