আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক যুগে কি ভাবে দেশ দখল করতে হয়

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আজকে পেপার পইড়া মনডা ভালো হইয়া গেল। গত বছরের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশ-এর সম্মেলনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উপস্থিতিতে রোটারিয়ানদের সম্মেলন হইসিল। ওই সময় রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের পক্ষে প্রতিনিধি ছিলেন তুরস্কের নাগরিক আর্সেসিলিক বলকান। তুরস্ক আমাদের কাছাকাছি দেশ না বইলা তখন শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীতই পরিবেশিত হয়েছিল, আর্সেসিলিক বলকানের দেশের সঙ্গীত বাজানো হয় নাই।

অবশ্য এর আগের সম্মেলনগুলোতেও প্রেসিডেন্টের প্রতিনিধির দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার রেকর্ড নাই। এইবারে প্রাক্তন সেনা সদস্য ফারুক খানের উপস্থিতিতে রোটারিয়ান প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন একজন ভারতীয় নাগরিক। তাই বাংলাদেশী রোটারিয়ানরা ভাব্লেন এইবারে একটা দাঁও মাইরা নেই। বন্ধুপ্রতীম দেশ হইতে আসা তাও আবার রোটারি প্রেসিডনেটের প্রতিনিধি বইলা কথা! তাই অনুরাগের বশবর্তী হইয়া বাংলাদেশের জাতীয় সংগীত বাদ দিয়া ভারতের জাতীয় সংগীত বাজাইসেন। কিছু দিন আগে বিনা পয়সায় মাল টাইন্যা নিয়া গেসে, এহন সেই মাটিতেই যদি তাদের জাতীয় বাজানো হয়, তাইলে কি বাংলাদেশ স্বাধীন -- এই কথা কওন যাইবো? অবশ্য ফারুক খান মুক্তিযুদ্ধ করে নাই, তাই হে জাতীয় সংগীতের মর্যাদা বুঝতে পারে নাই মনে হয়।

ভারতের জাতীয় সংগীত বাজানো হইসে আওয়ামী আমলে । দেখা যাক, এইবারে আমাগো 'চুশীল ছমাঝের' বুদ্ধিবাজরা কি কয়। X [ সূত্রঃ Click This Link ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।