বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশ-এর সম্মেলনে। এই প্রথম স্বাগতিক দেশ ছাড়া অন্য দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ায় উপস্থিত রোটারিয়ানদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের পক্ষে একজন প্রতিনিধি উপস্থিত থাকার নিয়ম রয়েছে। এবার ক্লিজিনস্মিথের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় রোটারিয়ান বিনয় কুলকার্নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারকু খান।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পরই সবাইকে অবাক করে দিয়ে পরিবেশন করা হয় ভারতের জাতীয় সঙ্গীত। আয়োজকরা জানান, রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের প্রতিনিধির প্রতি সম্মান জানিয়ে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। উপস্থিত রোটারিয়ানরা বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে একই স্থানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উপস্থিতি রোটায়ািনদের সম্মেলন হয়েছিল।
ওই সময় রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের পক্ষে প্রতিনিধি ছিলেন তুরস্কের নাগরিক আর্সেসিলিক বলকান। কিন্তু তখন শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীতই পরিবেশিত হয়েছিল। আর্সেসিলিক বলকানের দেশের সঙ্গীত পরিবেশতি হয়নি। এর আগের সম্মেলনগুলোতেও প্রেসিডেন্টের প্রতিনিধির দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার রেকর্ড নেই।
তবুও রেওয়াজ ভেঙে ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন! এসব কিসের আলামত?
#সূত্র- আজকের জাতীয় দৈনিকসমূহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।