আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে ভাবো শুকতারা নারী.......

স্বপ্ন দেখে মন

আমাকে ভাবো শুকতারা নারী...... ............ Ruk Rukhsana তোমাকে লিখতে বসেছি জানোই তো মন খারাপ ভুলতে কাগজ কলম খাতা আর তোমাকে বড় প্রয়োজন হয় ... তুমি আমার কাগজের শব্দ হবে ? ক খ গ ঘ হবে ? এক রাতে ১০১ টা কবিতা হবে ? আমি ভীষন আবেগীত সুর নিবো ... পঞ্চমী চাঁদ রাতে ভেসে যাব সুনীল, ডেনভার লালন বা বাউল প্রসাদ সুরে ...। খাঁচার ময়্না কলতান করে, পাখার ঝাপটায় খোলা মুখরীত রাত , চাঁদ মুখে ভালবাসা গুনো ...। । আমাকে ভাবো শুকতারা নারী , কুসুমীত ভাবনা , পদ্য লেখা ... কুঁচবরন কন্যা ...। জোনাকীর সাথে চল ভাব করি...।

। সারারাত প্রান্তর ছাপানো গানে অনাবশ্যক আবশ্যকের হিসাব জটীল চারন ভূমীতে রোপীত সুভদ্র জোছনা । । দিনের কালিমা মুছে আমার কবিতার লাইন হও আমি তোমার চুম্বন জোছনায় ভিজী একটিবার ...। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.