আমাদের কথা খুঁজে নিন

   

লিথুয়ানিয়ার তরুণীর বিশ্বরেকর্ড

সোমবার মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনালে ১ মিনিট ৪ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ড গড়েন তিনি। মঙ্গলবার সোনার লড়াইয়ে নামবেন এই তরুণী, জিতলে হবেন এ ইভেন্টে সোনা পাওয়া সর্বকনিষ্ঠ সাঁতারু।
বিশ্বরেকর্ড করার পর মেইলুতাইত সাংবাদিকদের বলেন, "ফাইনালে সোনা জেতার পাশাপাশি আরও কম সময়ে সাঁতরানো আমার লক্ষ্য। "
ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন ব্রাজিলের সিজার সিইলো ফিলিও। ২৩ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ইউজিন গডসো ও ফ্রান্সের ফ্রেড বসকুয়েটকে।

এটি সিজারের পঞ্চম চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক।
ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান স্প্রেনজার। ৫৮ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্ব রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ভ্যান ডার বুর্গকে। তৃতীয় হয়েই সন্তষ্ট থাকতে হয় তাকে। ব্রাজিলের ফিলিপে লিমা পেয়েছেন রূপার পদক।


মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.৫৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সুইডেনের সারাহ জসট্রম। এ ইভেন্টে এটি তার দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ সোনা। এর আগে ২০০৯ রোম আসরে সোনা জিতেছিলেন তিনি।
মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন হাঙ্গেরির ক্যাতিনকা হসজু। অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কোটস রূপা ও স্বাগতিকদের গার্সিয়া মেরেইয়া বেলমন্ত ব্রোঞ্জ জিতেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।