আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক কবিতা , সকল পাঠকের হৃদয়ে


দুটি রোমান্টিক কবিতা ।। *********** মন রাঙ্গানো ভোরের আলো আমি যদি ভোরের বেলায় উটে ধুলির মাঝে আয়েশে যাই ছুটে সবুজ কানন ডাকবে আমায় দুলে চৈতি হাওয়া বইবে ফুলে ফুলে মন পবনে সাঁজায়ে দৃশ্য ঘুড়ি দূর দিগন্তে উড়ব গগন জুড়ি পাখির ডানায় আবির রাঙ্গা পালক ভোরের চিঠি খুজব রবির ঝলক মুটু মুটু স্বপ্ন ছায়া এঁকে উড়িয়ে দেব এই বাংলার বুকে নিত্য তাই নদীর জলে ভেসে মন রাঙ্গাব ভোরের আলোয় হেসে । কবিতা ক্রম ************ তার ছায়া ভাসে হৃদয় আকাশে কে গো তুমি বনহরিনি স্বপ্ন ছুয়ে এ মন ভোরের হাওয়ার মত সৌরভে ভরিয়ে দাও ক্ষনে আবেশে লগন নিরব ও পাথারে ভাসিয়ে বেলা মন রাঙায়ে কর হে খেলা সব ভুলে যাই তোমারই তরে আর কত সঙ সেজে থাক হে হৃদয় জুড়ে । কাব্য , অচেনা ভারী মুখ ""
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।