আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
কোথায় পালাবে তুমি?
যেখানেই যাও, সেখানেই তুমি আছ।
তোমা থেকে তুমি কোথায় পালাবে?
যেখানেই যাও সেখানেই
ফুল আছে, পাখি আছে, নদী আছে, নারী আছে
নারীর হৃদয়ে ভালবাসা আছে
সে ভালবাসায় তুমি জড়াবেই।
কোথায় পালাবে তুমি?
যেখানেই যাও, সেখানেই দ্্বন্দ আছে
দ্্বন্দে দ্্বন্দে দ্্বন্দ আছে
সে দ্্বন্দে তোমার চেতনার বণিহ আছে
সে বণিহ উর্দ্ধে উঠবেই
কোথায় পালাবে তুমি?
ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব ভালোবাসা দিবস (14 ফেব্রুয়ারি 2004) এর র্যালিতে অংশগ্রহন করার সময় কবি শামসুর রহমানের এ ছবিটি ধারণ করা হয়েছে। ফটোগ্রাফার এপি'র পাভেল রহমান।
দ্রঃ যুক্তাক্ষর করা যাচ্ছে না (বনিহ)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।