কবির প্রয়াণ হয়েছে কবিতার নয়
বিছানা এখন আগের মতই পরিপাটি
বাসাটাও ,
কাক ডাকবে বাসাটায় আগের মত
দু একটা রিকশার আওয়াজ
টুংটুং আওয়াজ শুনে
শয্যা ছেড়ে
কলম ধরতে আর
এগিয়ে আসবেন না তিনি
কবিতা লিখতে
যদি তিনি বেচে থাকতেন আরো কিছু বছর
লিখে যেতেন আরো কয়েকটি পংক্তিমালা
তিনি যখন লিখতেন
সমানে থাকতেন মা
তিনি যখন ভাবতেন
সামনে থাকতো আশা
স্বপ্ন, ভালোবাসা,
দেশ থাকতো ,
মানুষও থাকতো
এখন তিনি নেই
তার কবিতা আছে
তার পার্থিব শরীর তাকে ছেড়ে গেলেও
তিনি আছেন, থাকবেন
তার কবিতার মধ্যে দিয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।