syfulislambd@yahoo.com
ভাবি তোমার কথা
জীবনে কি আর হবে দেখা
আমার প্রিয়ার সনে
তাই বুঝে অশ্রু ঝরাই
আমার দু'নয়নে ।
এখনো মাঝ রাতে
ঘুম ভেঙ্গে যায় স্বপ্নে দেখে তারে
অতীতের সেই স্মৃতির কথা
ভেসে উঠে আমার এই মনে
কি চেয়েছিলাম এই জীবনে
কি যে হয়ে গেলো ।
বড় আশা ছিল মনে
ঘর বাঁধব তার সনে
সকল আশা ভেঙ্গে গেল
শুধু তোমারই বিষ-ছোবলে ।
এখনো বসে থাকি আপনমনে
সন্ধ্যা নদীর তীরে
অশ্রুঝরা এই দু'নয়নে
ভাবি হয়তো কোন সাঁজ-বেলায়
ফিরে আসবে, তুমি ফিরে আসবে
শূণ্য এই মরু-হৃদয়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।