নিজেকে জান এবং প্রকাশ কর!!
এমন ক্রিকেট যুদ্ধ থেকে কে চায় নিজেকে সরিয়ে রাখতে। সাধারণ দর্শকরা যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ২৫০ টাকা দামের টিকিট ২৫ হাজার টাকা দিয়ে কিনতেও দ্বিধা করছেন না, সেখানে খেলা দেখার সুযোগ পেয়ে কেউই হয়তো সেটাকে হাতছাড়া করতে চাইবেন না। ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী আগেই নিশ্চিত করেছেন ব্যাট-বলের এই মহাযুদ্ধ তারা মাঠে বসেই উপভোগ করবেন। এবার মা সোনিয়া গান্ধীও মাঠে গিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দেখবেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে ভারতের কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর খেলা দেখার বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ভারত-পাকিস্তানের কালকের এই মহাযুদ্ধ দেখতে মাঠে যাবেন দুই দেশের প্রধানমন্ত্রীই। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিমন্ত্রণ ইউসুফ রাজা গিলানি গ্রহণ করে জানিয়েছেন, ম্যাচ দেখতে তিনি মোহালিতে যাবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও মাঠে বসে খেলা দেখবেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আরও অনেক বিশেষ ব্যক্তিদের নিরাপত্তার জন্য আগে থেকেই মোহালি পরিণত হয়েছে ভিআইপি নগরীতে। ম্যাচের দিন নিরাপত্তার জন্য ২২ শতাধিক নিরাপত্তাকর্মী স্টেডিয়ামে মোতায়েন থাকবে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
এছাড়া আকাশ পথের যে কোন দুর্ঘটনা প্রতিরোধ করতে এনএসজি কমান্ডোর ব্যবস্থা রয়েছে। এছাড়া ম্যাচের দিন মোহালিকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
দৈনিকমানবজমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।