রফিকুল ইসলাম ঃঃঃ___ ভারতের কংগ্রেস দলের সভানেত্রী ও ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্তব্য খাতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে কয়েকটি বাক্য ইংরেজিতে লেখেন সোনিয়া গান্ধী।
বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর সিদ্দিকুর রহমান জাদুঘরের বিভিন্ন স্থান সোনিয়াকে ঘুরে দেখান। এ সময় সোনিয়া গান্ধী বঙ্গবন্ধুকে গুলি করে হত্যার স্থান এবং বঙ্গবন্ধুর সঙ্গে তার নিহত শাশুড়ির একটি ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মন্তব্য খাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশ, বাঙালি জাতি ও বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন সোনিয়া।
তিনি লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সাহসী নেতা ও রাষ্ট্রনায়ক। তার অবদান বাংলাদেশ, বাঙালি জাতি ও বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ’
জাদুঘরে সোনিয়ার সঙ্গে থাকা কর্মকর্তাদের একজন জানান, জাদুঘর পরিদর্শনের সময় সোনিয়া সঙ্গীদের বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ই শাশুড়ি ইন্দিরা গান্ধীর কাছ থেকে শেখ মুজিবুর রহমানের নাম প্রথম শুনি। একদিন খবর পাই তিনি ছাড়া পেয়ে ভারতে আসছেন। ’
তিনি বলেন, ‘আমাদের বাড়িতেও তিনি আসেন।
ইন্দিরাজি তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। ভারতের বাইরের এত বড় মাপের কোনো নেতাকে বাড়িতে সামনাসামনি আমি প্রথম দেখি, যিনি একটি জাতিকে জাগিয়ে তুলেছেন। ’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘বঙ্গবন্ধু সেসময় আমাদের পরিবারের সঙ্গে ছবিও তোলেন। আমরা একসঙ্গে বসে খাবার খাই। সব এখনো খুব মনে আছে।
শেখ মুজিবের আমাদের বাড়িতে আসার ঘটনা এখনও আমার কাছে মনে হয়, সেদিনের ঘটনা। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।