আমি ৫০০৯৩ নম্বর ব্লগার
পায়ের কাছে হাইহিল পোঁছে দিতে দিতে
ব্রেসিয়ারের সুতোয় আমার হৃদপিন্ড সেলাই করেছিলে।
যেন পাঠশালার সহপাটিনীকে গোপনে চিমটি কাটার মতো।
যখন মুখে গোঁফরে রেখা, দু একটি ব্রণ,
আর লুকিয়ে সিগারেট ফুকার জীবন
দুপরের নিস্তব্ধতা আচ্ছন্ন করে কোন হিসাব মেলেনা।
অনেকের মত এক সফল উচ্চবিত্ত নাগরিক
দেহে কোন বেয়াড়া দুষ্টু রক্ত নাচন
সুযোগ পেয়ে বন্ধু পত্নীর শাঁড়ির আঁচলে হাবুডুবু,
ঘুষ, দূনীতি, কালোবজারী আর স্ক্যান্ডাল জীবনের সব দাগ
মার্সিডিজের কালোধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে প্রতিদিন
তবুও হিসেব মিলছে না, অংক মিলে না,
সবষেশে নীল খবরটি আসে একদিন
সঙ্গম শেষে প্রেমিকা তো সিগারেটের ফিল্টার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।