আমাদের কথা খুঁজে নিন

   

কপাল পোড়া



জোছনা রাতে ভরা চাঁদ দেখবো বলে আকাশের পানে আমি চেয়ে হঠাৎ একি! এক পশলা বৃষ্টি এসে গেল সব ভিজিয়ে হাড়িয়ে গেল জোছনা আলো, নিকশ কালো মেঘের আড়ালে। দক্ষিণা হাওয়ায় পড়ন্ত বিকেলে হাওয়ার মাঝে দুলবো বলে আমি তেপান্তরে হঠাৎ একি !! ধুসর প্রমত্ত ঝড় ফুসে এলো তেরিয়ে মিলেয়ে গেল চাওয়া সব, ভয়ে আমি এক কোনে লুকিয়ে। নদীর বুকে ছলাত ছলাত ঢেউ দেখে ঢেউ এর তালে বাইবো ডিঙ্গি নৌকাতে হঠাৎ একি !!! বিশাল উঁচু ঢেউ এসে গেলো ডিঙ্গি উল্টিয়ে ডুবিয়ে দিল সব কিছু, হারিয়ে গেলাম জলের অনেক গভিরে । জোছনা স্নান আর হাওয়ায় দোলা নদীর বুকে ঢেউয়ের তালে জলে নাচা সব কিছুকে আপন করা তাই বলে কি আমি কপাল পোড়া? মনের ভিতর একটা বড় মিনতি নূন্যতা কি বলো আমায়, জবাব চাই নিয়তি? ----- ফয়েজ ঊদ্দিন শাকিল


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।