আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষাবৃত্তির নমুনা দেখুন !

নির্বোধের সঙ্গে তর্কে যেয়ো না। সে তোমাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাকে হারিয়ে দেবে।

ঘটনাটা আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর এক কাকি চাকরী করেন বিধায় তার ছোট বাচ্চাটিকে বাসায় কাজের মহিলার কাছে দিয়ে যান। তো সেদিন রাস্তায় জ্যামের মাঝে তার গাড়ি আটকা পরল।

সাথে সাথে তার গাড়ির জানালায় টোকা দিয়ে এক ভিক্কুক বাচ্চা কোলে ভিক্ষা চাচ্ছিল। উনি হঠাৎ খেয়াল করলেন কোলের বাচ্চাটিকে ! বাচ্চাটি কে তার নিজের বাচ্চার মতো লেগেছিল। _____________________________________________ পরের ঘটনা বাসায় গিয়ে বুয়া কে বললেন আমার ছেলে কই?বুয়া বল্ল এই তো পাশের ফ্লাটের বুয়ার কাছে গেছে! উনি প্রচণ্ড রেগে গেলে বুয়া শেষে স্বীকার করলো যে সে প্রতিদিন ৫০ টাকা এর বিনিময়ে বাচ্চাটিকে ভাড়া দেন ভিক্ষা করার জন্য !! (বূঝলাম না আপনারা এটাকে fake কেন বলছেন ? আমি এখন পর্যন্ত ৬ টা পোস্ট করেছি , ৬টা ই সতি্য ঘটনা । আর আমার মাঝে লিখার CREATIVITY অনেক কম যে বানায় লিখবো । আমি লিখা পোস্ট করা থেকে মানুষের লিখা পড়ে কমেন্ট করতে বেশী পছন্দ করী।

টার মাণে শুধু শুধু fake লিখার কোণো কারণ নেই । আপনাদের জিনিশটা সতর্ক করার জন্য ই লিখেছিলাম। এখোণ এটির অপব্যক্ষা করলে আমার কিছুই বলার নেই। যার জন্য করী চুড়ি সেই বলে চোর সেই অবস্থা আর কী )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।