ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
মাত্র এক কলিগ নিউজের লিংকটা পাঠালো। হুবুহু কপি করে তুলে দিচ্ছি
--------------------------------------------------------------------------------
ভিক্ষাবৃত্তির জন্য এক মাসের কারাদণ্ডের দুটি বিল পাস
--------------------------------------------------------------------------------
ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তায় বা জনসমক্ষে ভিক্ষা করার জন্য একমাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে মঙ্গলবার সংসদে একইরকম দুটি বিল পাস করা হয়েছে।
বিল দুটি হলো- সিলেট মহানগরী পুলিশ বিল ২০০৯ ও বরিশাল মহানগরী পুলিশ বিল ২০০৯।
ওই বিল অনুযায়ী- কোন ব্যক্তি রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহৃত স্থানে ভিক্ষা করলে অথবা জনসাধারণের মনে দয়ার উদ্রেক করে ভিক্ষা সংগ্রহের উদ্দেশ্যে দেহের কোন ঘা, জখম, অসুস্থতা বা বিকলাঙ্গতা প্রদর্শন করলে তিনি এক মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া কর্তৃপক্ষীয় নোটিশ অমান্য করে কেউ ধূমপান করলে বা থুথু ফেললে তিনশ টাকার অর্থদণ্ড হবে।
অননুমোদিত স্থানে গোসল বা কাপড়চোপড় ধোলাই করার জন্য একই দণ্ডের বিধান রয়েছে পাস করা নতুন বিলে।
অন্যদিকে, রাস্তা বা এর পাশে প্রস্রাব ও মলত্যাগ করার জন্য বিধান রাখা হয়েছে ৫০০ টাকার অর্থদণ্ড।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে বিল দুটি পাসের জন্য প্রস্তাব করলে কণ্ঠভোটে এগুলো পাস হয়।
এর আগে বিএনপির সাংসদ এম কে আনোয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, নাজিমুদ্দিন আহমেদ ও আসিফা আশরাফি পাপিয়া বিলগুলোতে কিছু সংশোধনীর প্রস্তাব করেন।
তবে কণ্ঠভোটে তাদের প্রস্তাব বাতিল হয়ে যায়।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।