আমাদের কথা খুঁজে নিন

   

চুলের আচলে

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

আজ দুপুরে বৃষ্টির ঠোটে তোমার ঠোট। তোমার-তাহার অবাধ চুম্বন। তোমার বৃষ্টি তোমার ছাদে। আমার ইচ্ছা গুলি আমার জানালায় , আটকে আছে ধূসর দ্বিধায়। তোমার উচ্ছলতার শব্দ, বৃষ্টির শব্দে মিশে একের আকারে একাকার।

আর আমার বিশুদ্ধতম বিষ্ময়। এমনো বরষার দিনে, জানিনে, কেমনে আগুন ধরিল মনে। তোমার নূপুরের হাসিঁ, তোমার বৃষ্টির তরঙ্গ। আমার অনেক সাঁধ। বৃষ্টিতে ধুয়ে যায়নি, তবু আরো একটুখানি স্বচ্ছ হয়ে- আটকে আছে আমারই জানালায়।

জলো হাওায়, তোমার চুলের আচলে বিন্দু বিন্দু স্নিগ্ধতা। ঝরে পড়ে আবারো জমা হয়। কেনো যে আর মন বসে না মনে! আমি এখন গোধুলির মত দ্বিধান্বিত। একি তবে তব প্রেম নাকি নয়? তা নয়। আজ আমি অনুভবের ও একটু উপরে।

আজ দুপুরে আমি দ্বিধান্বিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।