ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট মশে কেটসাভ (৬৫)কে ৭ বছরে কারাদন্ড প্রদান করা হলো অফিস সহকর্মীকে ধর্ষণের দায়ে। ২২ মার্চ তেল আবিব কোর্টে এ রায় প্রদানের সংবাদ নিউইয়র্কে ইসরাইলী সম্প্রদায়ে দ্রুত বিস্তৃত হবার পর ছি ছি ধ্বনি উঠেছে। অনেকে মন্তব্য করেছেন যে তাকে আরো বেশী দন্ড দেয়া উচিত ছিল। উল্লেখ্য যে, এই দন্ডের মাধ্যমে ইসরাইলের সর্বোচ্চ পধে অধিষ্ঠিত কোন ব্যক্তিকে কারাগারে প্রেরণের ঘটনা ঘটলো। আরো উল্লেখ্য যে, মেয়াদ শেষ হবার কয়েক সপ্তাহ আগে ২০০৭ সালে তিনি পদত্যাগ করেন জনমনে প্রচন্ড ক্ষোভের মুখে।
জানা গেছে, তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তিনি মিডিয়াকে বলেছিলেন যে তার অফিসের একজন স্টাফ তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট কেটসাভের এ বক্তব্যের পরই আরো দু’জন মহিলা স্টাফ তার বিরুদ্ধে একই অভিযোগ করেন। এরপরই শুরু হয় বিচার কাজ। প্রেসিডেন্ট দোষ স্বীকারের মাধ্যমে ন্যূনতম শাস্তির অফার দেয়া হয়েছিল। কিন্তু তিনি সম্মত হননি।
রায় ঘোষণার পর আর্ত চিৎকার করে তিনি বলতে থাকেন যে, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, কারণ তার মা-বাবা মধ্যপ্রাচ্যের লোক ছিলেন।
নিউইয়র্ক থেকে এনা
link....
http://www.probashaprotidin.com/
বুধবার, 23 মার্চ 2011
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।