রোদ ভেঙ্গেছে আজ।
সব কিছুই বলা হয়ে যায় , শুধু
না-বলা কিছু কথা থেকে যায় কোন প্রস্তরে ; চাপা পড়ে
অথবা -
কথাগুলো হারিয়ে যায় স্মৃতির বসুধায়
কিংবা ঘুরে ফিরে বারবার ই কড়া নাড়ে ঠোঁটের পাড়ে
যেথায় কেঁপে উঠে অপসৃয়মান নোনা জল ।
কোথায় কিভাবে বুনন করে ডাহুকী রাত
অনেক জেনে ও যেন কি জানা হয় না
হয়ত জানতে চায় না -
কেন কর্ণ গহ্বরে বেজে যায় শীতের সকাল ।
একটাই পথ , তবু ও হারায় সে
ভাংগা বৃত্তের দু'পাড় থেকেই মনে হয় -
এখান থেকেই শুরু , কোথাও শেষ নেই
আবার ব্যবচ্ছেদ , তবু ও মনে হয় -
এখান থেকেই শুরু , কোথাও শেষ নেই ।
কেউ কি পেরেছিল তারার টিপ পরিয়ে দিতে ?
কিন্তু তবু ও পারে , পরে নেয় বলেই পারে ।
ব্যর্থতা কখনো গ্লানি নয় ; শুধু প্রয়োজন
একটা নরম সকালের
এক মুঠো সোনা রোদ ।
শিশিরের সৌন্দর্য কখনো কেউ স্রষ্টা কে দান করে নি
তবুও কালো মেঘ দেখা যায় নি
প্রতিবাদ কিংবা প্রতিরোধের ;
অথবা অকালেই গোধূলীর ছায়া মাড়িয়ে
সন্ধ্যা ও আসে নি , অভিমানের ।
তাই , মাঝে মাঝে স্রষ্টা হতে চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।