যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।
ঝিনুক ধরেছিলো দুঃখ ডালা; বেহুলাও
ম্লান এমন উৎসর্গে। তবু কবির অন্ধ
জেদ।
বারংবার। খোল-নলচে
বিষাদে-বিপ্লবে তার ঝিনুকায়ন।
তাকে ত্যাজ্য করে গ্রহ-উপগ্রহগণ।
একটা আজন্ম বিদূষক তার গায়ে
খিস্তি ঢেলে দেয় এক সরোবর। সুপ্রবচনের
স্বস্তিকা কিংবা জলছিটা আসে আরো
এক তাড়া শহরের তামাম সাধু
রাবাই এবং মুসাফির হতে।
এসবই এবং আরো দুই অকৃত্রিম পৃথিবী
গোগ্রাসে গিলে কবি পড়ে রইলেন
ডালা বন্ধ করে। উপবনে। ঝিনুকায়নে।
একা। ।
০৫/০১/২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।