আমাদের কথা খুঁজে নিন

   

অনন্য মানবসেবা



জরুরি অবস্থায় নিজের রক্ত দিয়ে রোগীর জীবন রক্ষা করেছেন কুমিল্লার চিকিৎসক তানিয়া বিনতে হোসেন।রোববার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি রক্ত দিয়ে রোগীর অপারেশন করেন।সদর উপজেলার আলেখার চরের বাসিন্দা রোকেয়া বেগমের (২৫) জরায়ু থেকে মারাত্মক রক্তপাত হওয়ায় সঙ্কটাপন্ন অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জরুরি রক্ত দিয়ে অপারেশন করা না হলে তার মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। এদিকে সংগ্রহ করে রক্ত দেওয়ার মতো সময়ও হাতে ছিল না।ওই অবস্থায় ওই হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার তানিয়া বিনতে হোসেন নিজে রক্ত দিয়ে সঙ্গে সঙ্গে অপারেশনের প্রস্তুতি নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের খবর দেন। খবর পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক করুনা রাণী কর্মকারের নেতৃত্বে ডা. আহসান মাহমুদ, শুভ্র সরকার, নাজমুল নাহার, ও ফারজানা এসে অপারেশনে অংশ নেন।অপারেশনের পর রোকেয়া বেগম সুস্থ আছেন বলে জানান ডা. তানিয়া বিনতে হোসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।