© শিবলী
সামুতে আমার লেখা-লেখি শুরু হল মাত্র ৬ দিন হল। এই খানে আমার আসা মূলত নিজের লেখার জন্য নয় আমার বেশ কিছু প্রিয় ব্লগার আছে তাদের ব্লগে মন্তব্য করা। তার জন্য পার্মানেন্ট হওয়া জরুরি তাই আউল ফাইল লিখে তিনটা পোষ্ট দিলাম তার মধ্যে একটা আবার নিজের ফাউল পরিচয়টা দিয়ে।
যাই হক দুই দিনে দুইটা তো লিখলাম এখন আরও একটা লেখার ইচ্ছা করছে। কিন্তু সমস্যা হল কোন হিংস্ নাই পাইলে লিখবো কি ভাবে?? কোন আইডিয়াই মাথায় আসছে না। হয়তো একটা আইডিয়া পাইলে একটু টানাটানি করে লম্বা করা যায়। কিন্তু ফাঁকা মাথায় লিখবো কি? তাই আজ আমার কম্পিউটার টেবিলের ছবি শেয়ার করলাম।
বি:দ্র: আমার পড়ার টেবিল এর ছবি দিলাম না পাছে কেউ হার্ড এটাক করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।