আমি ভদ্র লোক, যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে গুলি করে মারবো
আমি এ্যাকশন মুভির প্রতি বরাবরই অতি আগ্রহী । ইংলিশ, হিন্দী প্রায় বেশীরভাগ মুভিই দেখা হয়ে গেছে, কিন্তু এখন আমার তেলেগু মুভির প্রতি বেশী আগ্রহ জন্মেছে তার কারন হলো তাদের ফিল্ম মেকিং যেকোন ফিল্ম মেকিং থেকে একদমই ভিন্ন । সবসমইয় তারা নতুন কিছু করতে চায় আর কাহিনীগুলো এমনভাব উপস্থাপন করে যে কেউ অভিভুত হতে বাধ্য । একদিন তামিল একটি মুভী দেখছিলাম নাম হলো “adhvan” হলো তামিল সুপারস্টার সুরিয়ার মুভি যে কিনা হিন্দী rakht charitra 2 করেছে , আমি তার বিশাল ফ্যান ।
সেই মুভিটি দেখে বিশেষ করে মুভির শুরুর দিকের স্পেশাল এফেক্ট আমার মনে এখনো দাগ কেটে আছে ।
তাই চিন্তা করলাম দেখিনা আমি বানাতে পারি কিনা, যেই বলা সেই কাজ আমি আর আমার এক বন্ধু কাউছার দুইজনে মিলে একটি খেলনা পিস্তল কিনলাম আর বাসায়তো সবুজ কাপড় ছিলোই, তো একদিন সময় করে বানিয়ে ফেললাম এ্যাকশন মুভি ।
প্রথমেই আমাকে এর জন্য after effect দিয়ে একটি 3d city বানাতে হয়েছে এবং keylight ও color correction
করতে হয়েছে ।
এটিও আমার সবচেয়ে ভালো কাজের একটি …সময় পেলে দেখবেন আশা করি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।