এদেশ আমার
বাংলাদেশকে আমার নিজের দেশই মনে হয়। প্র্যাকটিস শেষে মিরপুর স্টেডিয়ামে বেশ আন্তরিকতার সঙ্গেই বললেন পাকিস্তানের অলরাউন্ডার আবদুর রাজ্জাক। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে ক্রিকেট খেলার সৌভাগ্য হয়েছে। তার পরও বাংলাদেশে খেলতে স্বস্তি পাই। বিশ্বাস করবেন নিজের দেশেও এত আরাম পাই না।
তিনি বলেন, রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে একটা দূরত্ব আছে ঠিকই। কিন্তু ঢাকা বা বাংলাদেশে যেখানে খেলতে গেছি দর্শকদের আচরণ দেখে তা কখনো মনে হয়নি।
নিজ দেশ খেললে দর্শকরা তাদের দলকে সমর্থন দেবেন এটাই স্বাভাবিক। আশ্চর্য হলেও সত্যি যে বাংলাদেশের বিরুদ্ধেও আমাদের খেলা হলেও গ্যালারি থেকে আমাদের পতাকা উড়িয়ে উৎসাহ দেওয়া হয়। রাজ্জাক বলেন, বাংলাদেশে যতবার আসছি ততবার মানুষের ভালোবাসা দেখে অভিভূত হয়ে যাচ্ছি।
এ ধরনের আতিথেয়তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাইনি। আন্তর্জাতিক ম্যাচ ছাড়া লোকাল ক্রিকেটে আমি ঢাকার আবাহনীর পক্ষে খেলেছি। সেখানেও একই অবস্থা। গত বছর মোহামেডানের কাছে হেরে আবাহনী চ্যাম্পিয়ন হতে পারেনি। তার পরও আমার প্রতি দলীয় সমর্থকদের ভালোবাসা দেখে অবাক হয়ে গিয়েছিলাম।
এ দেশের লোক অন্য ক্ষেত্রে না হোক, ক্রিকেটে তারা যে পাকভক্ত তার প্রমাণ আমি বারবার পেয়েছি। রাজ্জাক বলেন, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরই আমরা সারা রাত উল্লাস করেছি। কারণটা কি জানেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঢাকায় খেলব আমরা। আমি নিশ্চিত কোয়ার্টার ফাইনালে মিরপুরের প্রায় পুরো গ্যালারি আমাদের সমর্থন দেবে। তাদের সমর্থন অবশ্যই আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
কষ্ট লাগে এ ক্রিকেটপাগল দেশ গ্রুপ ম্যাচ খেলে বিদায় নেওয়ায়। আমার বিশ্বাস, বাংলাদেশ একদিন ক্রিকেটে বড় ধরনের সাফল্য পাবেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।