আমাদের কথা খুঁজে নিন

   

তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি....

জীবন বদলায়, রূপকথা বদলায় না......

কখনোই তোমাকে বুঝতে পারিনি। প্রতিটা মুহুর্তে তোমাকে বোঝার কতই না চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নিকষ কালো অন্ধকারে অন্ধের মতো হাতড়ে বেড়িয়েছি, কিন্তু এতটুকু আলোর সন্ধান পাইনি। কখনো মনে হত আমার মতো করে তোমাকে কেউ বোঝেনা, আবার কখনো মনে হত এই তোমাকে আমি কখনো চিনতাম না, জানতাম না। অথচ তুমি দাবী করতে তোমার মতো করে আমাকে নাকি কেউ বোঝেনা।

কি অদ্ভুত না? যেই তোমাকে আমি কখনোই বুঝতে পারিনি, সেই তুমি-ই নাকি আমাকে সবচেয়ে ভালো বুঝতে। সত্যি-ই কি তাই? সত্যি-ই কি তুমি আমাকে বুঝতে? বুঝতে আমার অনুভূতিগুলো? বুঝতে না। সত্যি-ই যদি আমার অনুভূতিগুলো তুমি বুঝতে, তাহলে এভাবে আমাকে কাঁদাতে পারতে না, পারতে না একের পর এক মিথ্যে অভিনয় করে যেতে। পারলাম না। একটা অবশ অনুভূতির দেয়ালে মাথা ঠোকা আর সম্ভব হল না।

তাইতো ছেড়ে দিয়েছি তোমার মিথ্যে ভাষাগুলো বোঝার আশা। তবুও চোখের সামনে এসে যখন দাঁড়াও, খুব কষ্ট হয়। এড়িয়ে চলি যতটা সম্ভব, ভয় হয়, পাছে আবার তোমার ছলনায় সবকিছু ভুলে যাই। মানুষের মন তো......বড় বিচিত্র জিনিস। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি।

তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে-- তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে-- নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.