আমাদের কথা খুঁজে নিন

   

সঠিক তথ্য অনুসন্ধানে সাহায্য করুন।

রাসেল.নেট এর ব্লগে আপনাকে স্বাগতম।

আমাদের অনেকের ধারনা বৈদ্যুতিক পাখা আস্তে থেকে জোরে ঘুরলে বেশি বিদ্যুত খরচ হয়। আবার অনেকের ধারনা বৈদ্যুতিক পাখা জোরে ঘুরলেও বিদ্যুত খরচ সমান হয়। এমনকি আমিও বই থেকে জেনেছি যে বৈদ্যুতিক পাখা জোরে ঘুরলেও বিদ্যুত খরচ সমান হয়। এই কথাটি এক ইলেক্টিশিয়ানকে বলতে সে বলে বৈদ্যুতিক পাখা আস্তে থেকে জোরে ঘুরলে বেশি বিদ্যুত খরচ হয়।

এমনকি সে আমাকে এটি পরীক্ষা করে দেখিয়ে দিল। সে একটি ১০০ ওযাট এর বাল্ব নিল এবং একটি সিরিজ লাইনের সাথে এটি সংযুক্ত করল। সিরিজ লাইনের সাথে বৈদ্যুতিক পাখাও যুক্ত করল। এরপর তিনি বৈদ্যুতিক লাইন দিলেন এতে করে বৈদ্যুতিক পাখা আস্তে আস্তে ঘুড়তে লাগল এবং ১০০ ওযাট এর বাল্ব একটু জ্বলে উঠল। যখন সে বৈদ্যুতিক পাখা এর গতি বাড়িয়ে দিল তখন বাল্ব বেশি জ্বলে উঠল এবং সে যতই বৈদ্যুতিক পাখা এর গতি বাড়িয়ে দিল ততই বাল্বটি উজ্জ্বল আলো দিতে লাগল।

এরপর যখন সে বৈদ্যুতিক পাখা এর গতি কমিয়ে দিল তখন বাল্বটি উজ্জ্বল আলো কমতে শুরু করল। এখন আমার প্রশ্ন :- বৈদ্যুতিক পাখা জোরে ঘুরলেও যদি বিদ্যুত খরচ সমান হয়। তাহলে কেন বাল্বটির আলোর পার্থক্য দেখা দিল। আশাকরি আপনারা আমার প্রশ্নের উত্তরটি দিবেন। " ধন্যবাদ"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.