আমাদের কথা খুঁজে নিন

   

সাদা-কালো ফোটোগ্রাফি: আবেদন রাখে এখনও।

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

আজকালকার রঙ্গিন ফোটোগ্রাফির সাথে যদি সাদা-কালো ফোটোগ্রাফির তুলনা করতে যাই, হাসবেন অনেকে। কিসের সাথে কি! কিন্তু তাই বলে কি সাদা-কালো ছবির আবেদন কমেছে? মনে করে দেখুন তো, ছবির একজিবশন অথবা কোন ছবির বই অথবা কারও বাড়ির ড্রয়িং রুমে কোন সাদাকালো ছবি দেখে আপনার মুখ থেকে অজান্তেই বের হয়ে আসেনি, অসাধারণ ! ?? আসা উচিত। কারণ সাদা কালোতে এমন কিছূ কাজ করা যায়, রঙ্গিন ছবিতে করা বেশ অনেকটাই কঠিন। কারণ? সাদাকালো ছবিতে রং থাকে মাত্র দুটি।

সাদা আর কালো। এর বাইরে থাকে সাদাকালোর কিছু শেড। ধুসর। গ্রে। তাই সাদা কালো ছবিতে রং নিয়ন্ত্রন করা রঙ্গিন ছবির তুলনায় অনেক সহজ।

একজন দক্ষ ফোটোগ্রাফার ক্যামেরার মাধ্যমে হোক আর ফোটোশপের কারিগরি ব্যবহার করেই হোক, রং নিয়ন্ত্রন করে একটি অসাধারণ ছবি বের করে নিয়ে আসতে পারেন। রং এর আধিক্য না থাকার কারণে বিষয়-বস্তুকে মনোযোগের কেন্দ্রে আনা তুলনামুলক সহজ। ছবিগুলো দেখুন। রঙ্গিন ছবিতে যে এটা করা যায় না, তা নয, তবে কাজটা অনেকটাই কঠিন হয়ে যায়। কারন এতগুলো কালার এর ব্যালান্স করে ছবি তোল বেশ কঠিন এবং তাতে দক্ষ হাত ও দীর্ঘদিনের অভিজ্ঞতা লাগে।

রং নিয়ন্ত্রন করার কাজটি বাইরের পরিবেশে করা বেশ কঠিন। তাই ইনডোর ফোটোগ্রাফীতেই এর ব্যবহার বেশি। উপরের ছবিতে বিষয়বস্তু এবং ব্যাকগ্রাউন্ড কালার এর মিল আছে। তাই এটা চোখে বারি না খেয়ে একটা আরাম তৈরি করছে। আমার ব্যক্তিগত মত হল, কালার ছবিতে ব্যালান্স করার একটা উপায় হতে পারে, কাছাকাছি রং এর শেড গুলো ব্যবহার করা।

রং এর পরিবর্তন গুলো যেন চোখে হিট না করে। ফোটোগ্রাফি বিষয়ে আমার জ্ঞান সামান্য। যেটুকু জানি তা শুনে শেখা। তবে আপনারা যদি সাদাকালো ফোটোগ্রাফি টুকটাক এক্সপেরিমেন্ট করতে চান তবে একটি ভাল বই এর সন্ধান দিতে পারি। এ বিগিনার্স গাইড টু ব্ল্যাক এন্ড হোয়াইট ফোটোগ্রাফি।

বইটিতে সাদাকালো ফোটোগ্রাফি বিষয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আশা করছি আগ্রহী কেউ এটা থেকে কিছু ট্রিকস জেনে কিছু এক্সপেরিমেন্ট করবেন। মিডিয়াফায়ার লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।