সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মণি’র ২৬ জন নাবিক দেশে ফিরেছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় ওমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তাঁরা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। ১৪ মার্চ জাহান মণি ও তার নাবিকেরা সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়। গতকাল শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে জাহান মণি ওমানের সালালাহ বন্দরে নোঙর করে। উল্লেখ্য, গ্রিস থেকে ৪০ হাজার মেট্রিক টন নিকেলের আকরিক নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে এমভি জাহান মণি গত ৫ ডিসেম্বর আরব সাগরে ভারতের লাক্ষা দ্বীপের কাছে জলদস্যুদের কবলে পড়ে।
এরপর জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়া দ্বীপে নিয়ে যায়। তারা জাহাজের মালিকের কাছ ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। দীর্ঘ দুই মাস ধরে দফায় দফায় আলোচনা এবং দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক ৪২ লাখ মার্কিন ডলারে নামিয়ে আনা হয়। জাহাজের মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড সূত্রে জানা গেছে, একটি বিশেষ উড়োজাহাজে করে সোমালিয়ার জলদস্যুদের হাতে মুক্তিপণের নগদ ৪২ লাখ মার্কিন ডলার পৌঁছে দেওয়া হয়। বিশেষ কৌশলে ওই অর্থ উড়োজাহাজ থেকে জলদস্যুদের স্পিডবোটে নামিয়ে দেওয়া হয়।
এ অর্থ হাতে পেয়ে জলদস্যুরা নোট যাচাই করে দেখে। পরে তারা জাহাজসহ নাবিকদের মুক্তি দেয়। জানা গেছে, সমঝোতা অনুযায়ী জলদস্যুরা আগেই এমভি জাহান মণিকে সালালাহ বন্দর পর্যন্ত যাওয়ার মতো জ্বালানি তেল এবং নাবিকদের খাওয়া-দাওয়া ও কিছু ওষুধপত্র সরবরাহ করে। এসব নিয়ে জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে যাত্রা শুরু করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।